রাখাইনে হেলিকপ্টার হামলায় পাঁচ রোহিঙ্গা নিহত


অনলাইন ডেস্কঃ মিয়ানমারের রাখাইনে মুসলিম রোহিঙ্গাদের ওপর হেলিকপ্টার হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এতে পাঁচ রোহিঙ্গা নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় এক আইন প্রনেতা এবং রাখাইনের অধিবাসীরা।

স্থানীয় আইন প্রনেতা মং কিয়াও জান বলেন, হামলার এ ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে বুথিডাউং শহরের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। 

তিনি বলেন, আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, আকাশ পথ থেকে তাদের ওপর এ হামলা চালানো হয়েছে।

তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দেশটির সেনাবাহিনী।

মেজর জেনারেল তুন তুন নিয়ি বলেন, এ ব্যাপারে সঠিক সময়ে সঠিক তথ্য জানাবে সেনাবাহিনী।

২০১৭ সালে মিয়ানমারের সেনা বাহিনী কর্তৃক দেশটির রাখাইন রাজ্য থেকে অত্যাচারিত হয়ে প্রায় ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা দেশত্যাগ করতে বাধ্য হয়। এরপর তারা বাংলাদেশের শরণার্থী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়।

এ ঘটনার পরেই বিশ্বব্যাপী মিয়ানমার সেনাবাহিনী ও তাদের সরকারের সমালোচনা শুরু হয়। মিয়ানমার সেনাবাহিনীর এ কাজকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেছে জাতিসংঘ।

Post a Comment

Previous Post Next Post