প্রতারিত হয়ে ভানুয়াতুতে আটকা ১০৩ বাংলাদেশি


অনলাইন ডেস্কঃ প্রতারণা শিকার হয়ে ভানুয়াতুতে আটকা পড়েছেন ১০৩ জন বাংলাদেশি। ভালো কাজ ও অস্ট্রেলিয়া পৌঁছে দেয়ার দেয়ার মতো প্রলোভন দেখিয়ে তাদের পাচার করা হয়েছিল। খবর ভয়েস অব আমেরিকার। 

পাচার হওয়া শাহিন খান নামের এক যুবক জানান, পাচারের আগে তাদেরকে বলা হয়েছিল ভানুয়াতু পৌঁছানোর পরপরই তারা ব্যবসা করতে পারবেন। তবে গত নভেম্বরে তাদের গ্রেফতার করেছে ভানুয়াতু পুলিশ।

ভানুয়াতুর আদালতে দ্বিতীয় দফায় তিন সপ্তাহের জন্য মামলাটি মুলতবি করা হয়েছে। তাদেরকে দেশে ফিরিয়ে আনাতে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তা চেয়েছে বলেও উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

Post a Comment

Previous Post Next Post