ঘুমন্ত ফিলিস্তিনিদের তুলে নিয়ে গেল ইসরাইলি বাহিনী


অনলাইন ডেস্কঃ বুধবার রাতভর অভিযান চালিয়ে ১৩ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি পুলিশ।বৃহস্পতিবার এক বিবৃতিতে ইসরাইল কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করেছে।

ওই বিবৃতিতে ইসরাইল জানায়, ‘সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার সন্দেহে এই ১৩ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে, তদন্তের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।’

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু জানায়, বুধবার মধ্যরাত্রে ফিলিস্তিনি বিভিন্ন বসতবাড়িতে হানা দেয় ইসরাইলি পুলিশ। কয়েকঘন্টা ধরে চলা এ অভিযানে ১৩ জনকে আটক করা হয়।

আটককৃতরা হামাস বা স্বাধীনতাকামী কোনো সংগঠনের দায়িত্বশীল নয়। সবাইকে ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ফিলিস্তিনের সরকারি সূত্রে জানা গেছে, ইসরাইলের কারাগারে ৫ হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দি রয়েছে। যাদের মধ্যে ৫০০ জন প্রশাসনিক বন্দি ও ২৩০ জন শিশু।

Post a Comment

Previous Post Next Post