প্রেমের সূত্র শিখিয়ে বরখাস্ত হলেন শিক্ষক


অনলাইন ডেস্কঃ মেয়েদের কলেজে গণিত পড়াতেন ভদ্রলোক। তবে একদিন ওই অধ্যাপক ক্লাসে গণিতের সূত্র না ধরে প্রেমের সূত্র নিয়ে ধারণা দিলেন ছাত্রীদের। তবে বিষয়টি কলেজের অধ্যক্ষ ভালোভাবে নেননি। সাময়িক বরখাস্ত করা হয়েছে ওই অধ্যাপককে। ভারতের হরিয়ানা রাজ্যের কারনালের একটি সরকারি মহিলা কলেজে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

শ্রেণিকক্ষের ভিডিও ধারণ করে এক ছাত্রী তা অধ্যক্ষকে দেখালে ওই অধ্যাপকের বিরুদ্ধে এই শাস্তি নেমে আসে। এ ছাড়া ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। গণিতের ওই অধ্যাপক চরণ সিং অবশ্য এ কারণে লিখিতভাবে ক্ষমাও চান। তাতেও কাজ হয়নি। শেষমেশ তাঁকে ছয় মাসের জন্য বরখাস্ত করা হয়।

ভিডিওতে চরণ সিংকে বোর্ডে তিনটি সূত্র লেখতে দেখা যায়। প্রথমটি হচ্ছে ‘নৈকট্য–আকর্ষণ = বন্ধুত্ব’, দ্বিতীয়টি হলো ‘নৈকট্য + আকর্ষণ = রোমাঞ্চকর প্রেম’ আর তৃতীয়টি হচ্ছে আকর্ষণ–নৈকট্য = প্রেমে পড়া।’

হিন্দিতে ছাত্রীদের স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে প্রতিটি শব্দ ভেঙে ভেঙে সূত্রগুলোর ব্যাখ্যা দিচ্ছিলেন ওই শিক্ষক। এ সময় সিং বলছিলেন, ‘স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্য থেকে এক সময় যখন আকর্ষণ চলে যায়, বয়সকালে তারা একে অপরের বন্ধুতে পরিণত হন।’ শিক্ষকের প্রেমের ফর্মুলা ব্যাখ্যায় ছাত্রীরা হাসছিলেন এবং অনেকেই ‘ইয়েস’ বলে জবাবও দেন।

Post a Comment

Previous Post Next Post