বনানীতে আগুন; উদ্ধার কাজে নৌ ও বিমান বাহিনী


অনলাইন ডেস্কঃ রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দিয়েছে নৌ বাহিনীর ফায়ার টিম। একইসঙ্গে উদ্ধার কাজে যোগ দিয়েছে বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার।

এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে টাওয়ারের ৯ম তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এছাড়াও শকসার্কিট থেকে আগুন লেগেছে বলেও ধারনা করছেন স্থানীয়রা। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট কাজ করছে।

এদিকে, ভবনের ভেতর আটকা পড়েছেন অনেকে। পাশের ভবনে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এরমধ্যে আশেপাশের ভবন থেকে সরে গেছেন বাসিন্দারা। এছাড়া আগুনের উত্তাপে ভবনের কাঁচ ফেটে যাচ্ছে বলেও জানা গেছে। ভবনের ভেতরে আটকে পড়ারা গ্লাস ভেঙে ও দেয়াল ঘেঁষে নামার চেষ্টা করছে। এসময় অনেক হতাহতের ঘটনাও ঘটেছে। আশেপাশের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।

অন্যদিকে প্রত্যক্ষ্যদর্শীদের অভিযোগ, পানি স্বল্পতার কারণে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণের সুবিধার্থে লেগে থাকা ভিড় কমিয়ে আনার জন্য ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post