বিমান বাংলাদেশে যুক্ত হচ্ছে আরও ২ উড়োজাহাজ


অনলাইন ডেস্কঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হতে যাচ্ছে আরও দুটি উড়োজাহাজ। দীর্ঘমেয়াদী লিজে আগামী এপ্রিল থেকে বোয়িং সেভেন থ্রি সেভেন মডেলের এই দুটি উড়োজাহাজ যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ।

এ প্রসঙ্গে তিনি বলেন, যাত্রী পরিবহনের সুবিধার্থে আগামী এপ্রিল থেকে দুটি উড়োজাহাজ আমাদের বহরে যুক্ত হচ্ছে। এছাড়া আগামী মে মাস থেকে চীনের গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। এজন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বর ও জানুয়ারিতে বাংলাদেশ বিমানে যুক্ত হয় দুটি ড্রিমলাইনার। এর ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে।

Post a Comment

Previous Post Next Post