জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশনের বার্ষিক বনভোজন সম্পন্ন


বিশেষ প্রতিনিধিঃ জালালাবাদ সম্মাননা যুব অর্গানাইজেশন, ঢাকা'র ২০১৭-১৮ সনের অভিষেক ও বনভোজন-২০১৯ অনুষ্টান গাজিপুর জেলার, পুবাইল "আপন ভুবন স্যুটিং স্পট" এ অনুষ্ঠিত হয়েছে। গত ০২ মার্চ শনিবার, অভিষেক ও বনভোজন অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব জনাব মিকাইল শিপারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ, জলবায়ু পরিবর্তন বিষয়ক মাননীয় মন্ত্রী জনাব  মো: শাহাব উদ্দিন এম পি ।
 
সংগঠনের প্রতিষ্টাতা ও সাধারন সম্পাদক জনাব মোহাম্মদ  আব্দুল আহাদ (জুয়েল) এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এর লিভার বিভাগের প্রধান অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল,  বিশিষ্ট   শিল্পপতি মুন্সেফ আলী, এম এ কাইয়ুম প্রমূখ।


আরো উপস্হিত ছিলেন
কার্যকরি সভাপতি ও অভিষেক অনুষ্টান উদযাপন কমিটির আহবায়ক ডা: শাহেদ আশরাফ সেতু, সহ -সভাপতি ও বনভোজন উদযাপন কমিটির আহবায়ক মেজর (অব:) নুরুল মান্নান চৌধুরি, জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা'র সাধারন সম্পাদক এ্যাডভোকেট জসিমউদ্দিন সুমন, সিলেট বিভাগীয় যোগাযোগ উন্নয়ন পরিষদ এর সাধারন সম্পাদক কুতুবউদ্দি সোহেল, সিলেট উত্তরা সমিতি, ঢাকার সভাপতি মিজানুর রহমান চৌধুরী, সংগঠনের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আনিছুর রহমান চৌধুরী লিটুসহ পরিষদের সকল সদস্যবৃন্দ। 


অভিষেক ও বনভোজন অনুষ্টানটি ঢাকাস্থ সিলেটি, অতিথিসহ প্রায় ৭০০ মানুষের মিলনমেলায় পরিনত হয়। প্রধান অতিথির আগমন, খাবার, খেলাধুলা, স্মরণীকার মোড়ক উম্মোচন, কার্যকরী পরিষদ, উপদেষ্টা পরিষদ, আজীবন সদস্য, অতিথিবৃন্দকে উত্তরীয় প্রদান, সাংস্কৃতিক অনুষ্টান, লটারী ড্র, পুরষ্কার বিতরনের মধ্য দিয়ে অনুষ্টান সমাপ্ত হয়।

Post a Comment

Previous Post Next Post