ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুরে গেলেন যারা

অনলাইন ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স এখন সিঙ্গাপুরের পথে। সেখানে তাকে নেওয়া হবে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে। সোমবার বিকাল ৪টা ৭ মিনিটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি যাত্রা করেছে।

এর আগে বিএসএমএমইউ’র করোনারি ইনটেনসিভ কেয়ার ইউনিট (সিআইসিইউ) থেকে অ্যাম্বুলেন্স যোগে ওবায়দুল কাদেরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়।

বিএসএমএমইউ’র হৃদরোগ বিভাগের অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান জানান, এয়ার অ্যাম্বুলেন্সে স্থান সংকুলানের কারণে বাংলাদেশ থেকে দুইজন তার সঙ্গে যাচ্ছেন। তারা হলেন ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসা কাদের ও নিউরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসের রিজভী।

এর আগে রবিবার রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে তিন সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছেন। ওই প্রতিনিধি রয়েছেন একজন রিট্রিভাল ফিজিশিয়ান, একজন নিউট্রিশনিস্ট ও একজন স্বাস্থ্য সহকারী।

Post a Comment

Previous Post Next Post