বৃহস্পতিবার শপথ নিচ্ছেন সুলতান - মোকাব্বির, প্রস্তুতি সম্পন্ন


নিউজ ডেস্কঃ জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে একাদশ সংসদ নির্বাচনে জয়ী জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরামের দুই নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং মোকাব্বির খানের শপথ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। আগামীকাল বৃহস্পতিবার সংসদ সদস্য হিসেবে শপথ নিতে যাচ্ছেন তারা।

সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, ৭ মার্চ বেলা সাড়ে ১১টায় স্পিকারের কার্যালয়ে সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ এবং মোকাব্বির খানের শপথ অনুষ্ঠান হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পড়াবেন।

সুলতান মনসুর মৌলভীবাজার-২ এবং মুকাব্বির খান সিলেট-২ আসন থেকে যথাক্রমে ধানের শীষ ও উদীয়মান সূর্য প্রতীক থেকে নির্বাচিত হয়েছেন। কিন্তু গত ৩০ ডিসেম্বরের নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সংসদ সদস্য হিসেবে শপথ না নেয়ার ঘোষণা দেয় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম। এ কারণে অন্যান্য সদস্যরা শপথ গ্রহণ করলেও বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত মোট ৮ সদস্য এখনও শপথ গ্রহণ করেননি। 

কিন্তু হঠাৎ করেই সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার জন্য গত শনিবার জাতীয় সংসদের স্পিকার বরাবর আনুষ্ঠানিক চিঠি দেন সুলতান মনসুর ও মুকাব্বির খান। এরপর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে শপথের পক্ষে-বিপক্ষে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা। 

Post a Comment

Previous Post Next Post