এমবাপ্পেকে ১ কোটি ৭১ লাখ টাকা জরিমানা


অনলাইন ডেস্কঃ টিম মিটিংয়ে যথাসময়ে উপস্থিত হওয়া প্রতিটি ফুটবলারের নৈতিক দায়িত্ব। সেই দায়িত্বে অবহেলার কারণে কিলিয়ান এমবাপ্পেকে ১ লাখ ৮০ হাজার ইউরো জরিমানা করেছে পিএসজি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ কোটি ৭১ লাখ ৪৪ হাজার টাকা।

একই কারণে আদ্রিয়ান রাবিওতঁকে সমপরিমাণ জরিমানা করেছে ক্লাবটি। দুজনের কাছ থেকে প্রাপ্ত অর্থ জমা হবে পিএসজি ফাউন্ডেশনে।

গেল বছরের ২৮ অক্টোবর মার্শেইয়ের বিপক্ষে ম্যাচের আগে টিম মিটিংয়ে দেরি করে আসেন এমবাপ্পে ও রাবিওতঁ। এতে দলীয় শৃঙ্খলা ভাঙার অভিযোগ আনা হয় তাদের ওপর।

অভিযোগ ও জরিমানা- দুটোই মাথা পেতে নিয়েছেন দুজন। ফলে কোনো প্রকার বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

সেই জরিমানা নিয়ে সৃষ্ট পরিস্থিতির পূর্ণ সুযোগ নেয়ার অপেক্ষায় ছিল রিয়াল মাদ্রিদ! স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, এমবাপ্পে-পিএসজি পরিস্থিতির দিকে পাখির চোখ করে রয়েছিলেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। এ ঘটনায় ২০ বছর বয়সী ফরাসি ফরোয়ার্ডকে লস ব্লাঙ্কোদের প্রতি আকৃষ্ট করাই ছিল তার উদ্দেশ্য। তবে ফুটবল বিস্ময় ঠাণ্ডা মাথায় শাস্ত মেনে নেয়ায় সেই আশা আপাতত ভেস্তে গেছে তাদের।

Post a Comment

Previous Post Next Post