অনলাইন ডেস্কঃ বনানীর এফ আর টাওয়ারে আগুনে হতাহতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশনা দিয়েছেন।
এদিকে জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী শোক জানিয়েছেন। আগুনে ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এদিকে জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী শোক জানিয়েছেন। আগুনে ১৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।