নিউজিল্যান্ডে জয়ের আশা মুশফিকের


স্পোর্টস ডেস্কঃ বিপিএলের এবারের আসরের শুরুতে চমকের পসরা সাজিয়ে বসেছিল চিটাগং ভাইকিংস। কিন্তু সেভাবে শেষটা করতে পারল না চিটাগং। সোমবার এলিমিনেটর ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ছয় উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা।

তবে নেতৃত্ব ও ব্যক্তিগত পারফরম্যান্স মিলিয়ে আসরটা দারুণ কেটেছে চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিমের। বিপিএল পর্ব শেষ এখন তার নজর নিউজিল্যান্ড সফরে। ২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে কোনো ফরম্যাটে জয় না পেলেও ভালো খেলেছিল বাংলাদেশ।

এবার অন্তত কয়েকটা ম্যাচ জয়ের আশা করছেন মুশফিক। কাল এই উইকেটকিপার-ব্যাটসম্যান বলেন, ‘নিউজিল্যান্ড সফরে অবশ্যই জেতার সম্ভাবনা রয়েছে। আমরা সর্বশেষ যখন সেখানে গিয়েছিলাম তখন দুটি ওয়ানডেতে খুব কাছে গিয়ে হেরেছিলাম, যা আমাদের জেতা উচিত ছিল। সেখানে আমরা আরেকটু ভালো খেলতে পারলেই হয়ে যেত।’

প্রথমধাপে নিউজিল্যান্ড যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। রোববার দ্বিতীয় ধাপে যাবেন মাশরাফি মুর্তজারা। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফর ভালো প্রস্তুতি হিসেবেও দেখছেন মুশফিক। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড সফর বিশ্বকাপের আগে আমাদের জন্য খুব ভালো একটা প্রস্তুতি হবে। এখানে কিছু হাই স্কোরিং ম্যাচ হতে পারে। সেদিক থেকে এটা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে।’

তিনি বলেন, ‘নিউজিল্যান্ড সফর অনেক কঠিন হবে। সেখানে সম্প্রতি ওয়ানডে সিরিজ ভারত জিতেছে কিন্তু তারা ভালো লড়াই করেছে। আমাদেরও যে দল যাবে ভালো করবে।’

বিপিএলে ১৩ ম্যাচে ৪২৬ রান করা মুশফিক এখনও দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ১৩৯.২১ স্ট্রাইক রেটে করেছেন তিনটি হাফ সেঞ্চুরি। নিউজিল্যান্ড সফরের আগে আলাদা প্রস্তুতির সুযোগ পাচ্ছেন না। বিপিএলে টানা খেলার পর আলাদা প্রস্তুতির কিছু দেখছেন না মুশফিক। তিনি বলেন, ‘এখন প্রস্তুতির কিছু নেই। যে কয়দিন সময় আছে একটু বিশ্রাম নিতে হবে। এরপর যেতে হবে।’

বিপিএলে কেমন পারফরম্যান্স হল জানতে চাইলে উল্টো সংবাদমাধ্যমের কোর্টে বল ঠেলে দেন মুশফিক। তিনি বলেন, ‘আমার পারফরম্যান্স নিয়ে আমার না আপনাদের বলা উচিত? আমি বেশি গবেষণা করি না। শুধু চেষ্টা করি। অবশ্যই ইচ্ছা ছিল যে আজকের (সোমবার) দিনটায় কিছু করতে। যদিও হয়নি। তবে সব মিলিয়ে আগের যে কোনো আসরের চেয়ে এবার আমি খুশি। কিছু কিছু জায়গায় অনেক কঠিন অবস্থা ছিল, যেখান থেকে বের হয়ে আসা এবং নিজের কাছেই নিজেকে প্রমাণ করার ছিল। নিজের সঙ্গে যুদ্ধটা ছিল সেদিক থেকে আমি সন্তুষ্ট। তবে বেশি না!’

বিপিএলের পাঁচ আসরের তুলনায় এবারের আসর অনেক বেশি প্রতিযোগিতামূলক হয়েছে বলেই জানান মুশফিক।

Post a Comment

Previous Post Next Post