কুলাউড়া উপজেলা চেয়ারম্যান পদে মহিউদ্দিনের প্রার্থীতা ঘোষনা


স্টাফ রিপোর্টারঃ আসন্ন কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে র্নিদলীয়ভাবে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতার আনুষ্টানিক ঘোষনা দিয়েছেন সৈয়দ মহিউদ্দিন হোসেন

৭ ফেব্রুয়ারী বৃহঃষ্পতিবার, পৌর শহরের একটি রেস্টুরেন্টে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিমকালে কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের আমানিপুর নিবাসী সাবেক ইউপি চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মহিউদ্দিন হোসেন এ ঘোষণা দেন।

উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীতার কথা উল্লেখ করে তিনি বলেন উপজেলা নির্বাচনের মধ্য দিয়ে কুলাউড়ার মানুষের প্রত্যাশা পুরনে নুতন ধারার সুচনা করতে চান। এ লক্ষে তিনি কোন দলের প্রার্থী না হয়ে র্নিদলীয়ভাবে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতার সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য সৈয়দ মহিউদ্দিন হোসেন বিগত ১৯৭৭ সালে টিলাগাও ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সমাজসেবার কাজে সম্পৃক্ত হন। পরবর্তী সময়ে তিনি ৫ বার টিলাগাও ইউনিয়নের চেয়ারম্যান, ২ বার কুলাউড়া বিআরডিবি চেয়ারম্যান নির্বাচিত হন ও বিগত ১৯৯০ সালে উপজেলা চেয়ারম্যান পদে মরহুম জননেতা আব্দুল জব্বারের সাথে প্রতিদ্বন্দিতা করে ৩য় স্থান লাভ করেছিলেন।

Post a Comment

Previous Post Next Post