কুলাউড়া উপজেলা নির্বাচনে ১৫ প্রার্থীর মনোনয়ন দাখিল


স্টাফ রিপোর্টারঃ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ২য় ধাপের ১৮ মার্চ  কুলাউড়া উপজেলা নির্বাচনে অংশ গ্রহনের জন্য চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। 

মনোনয়ন দাখিলের শেষদিন সোমবার চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৫ জন প্রার্থী কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ আহসান ইকবাল এর কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন।

কুলাউড়া উপজেলা নির্বাচন অফিসসুত্রে জানা যায় মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে রয়েছেন উপজেলা চেয়ারম্যান পদে রয়েছেন আওয়ামীলীগ দলীয় নৌকা প্রতিকের একক প্রার্থী বর্তমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের যুব বিষয়ক সম্পাদক আসম কামরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক, কাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, এনজিও সংস্থা প্রচেষ্টার নির্বাহী পরিচালক, পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নবাব আলী নকি খান এবং টিলাগাও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মহি উদ্দিন হোসেনসহ ৪ জন। 

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান, আঞ্জুমানে আল-ইসলাহ উপজেলা সম্পাদক মোঃ ফজলুল হক খান সাহেদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, কুলাউড়া পুজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, কুলাউড়া পৌরসভার সাবেক কাউন্সিলার মোঃ মতিউর রহমান মতই, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মাহবুবুর রহমান মান্না ও সাবেক সাংগঠনিক সম্পাদক আহবাব হোসেন রাসেল, লংলা চা-বাগানের রাজকুমার কালওয়ার, শরীফপুর ইউনিয়নের লালারচকের আব্দুল আহাদ ও হুমায়ুন কবির শাহানসহ ৮ জন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান, কুলাউড়া পৌর জাসদ সভাপতি নারী নেত্রী নেহার বেগম, উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি ও জয়পাশার মোছাঃ শাহানা আক্তারসহ ৩ জন। উল্লেখ্য প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারী বুধবার।

Post a Comment

Previous Post Next Post