ডাস্টবিন ব্যবহারের সচেতনতায় সোস্যাল কেয়ার অব নেশন


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া পৌর শহরের পৌরসভার তত্ত্বাবধানে নির্ধারিত ডাস্টবিন গুলোর সুষ্ট ব্যবহারের সচেতনতা বৃদ্ধির লক্ষে কুলাউড়ার অন্যতম সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের উদ্যোগে উল্লেখযোগ্য বিভিন্ন ডাস্টবিনের মধ্যে " ময়লা আবর্জনা বাইরে নয় ভিতরে ফেলি, পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ গড়ি" এই স্লোগানের ফেস্টুন লাগানো হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি রাতে প্রথম ধাপে শহরের কয়েকটি ডাস্টবিনে ফেস্টুন লাগান সংগঠনের নেতৃবৃন্দরা এবং ২৪ ফেব্রুয়ারি দুপুরে শহরের অন্যান্য ডাস্টবিন গুলোতে ফেস্টুন লাগানোর কার্যক্রম অব্যাহত রাখে সংগঠনটি।

প্রথম ধাপে ফেস্টুন লাগানোর পর পরই শহরের বিভিন্ন সম্মানিত ব্যক্তিবর্গ তাদের  এই সচেতনতা মুলক কার্যক্রম দেখে প্রশংশা করেন। সংগঠনের সভাপতি সৈয়দ আনিসুল ইসলাম বলেন- সমাজের সকল মানুষ যাতে ডাস্টবিন এর সঠিক ব্যবহার করেন এবং অন্যকেও যাতে সচেতন করে নিজের শহর নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভূমিকা রাখেন এই লক্ষেই আমরা এই উদ্যোগ গ্রহন করি। এবং সংগঠনের সাধারণ সম্পাদক আশিকুল ইসলাম বাবু বলেন- আমরা লক্ষ করেছি অধিকাংশ মানুষ ময়লা- আবর্জনা দূর থেকে ডাস্টবিনে ফেলতে গিয়ে ফেলে দেন ডাস্টবিনের বাহিরে, যার ফলে আবর্জনা ছড়িয়ে পরে ডাস্টবিনের  চার পাশে এতে পরিবেশ দূষিত হয় এবং দুর্গন্ধ ছড়ায়। যার ফলে সাধারন মানুষ এর পাশ দিয়ে যাতায়াত করতে অনেক অসুবিধা হয়, এ সমস্যা পরিত্রাণ এর জন্যই সোস্যাল কেয়ার অব নেশন এই উদ্যোগ গ্রহণ করে।

সোস্যাল কেয়ার অব নেশনের এই জনসচেতনতা মুলক কার্যক্রমে সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিট এর সভাপতি মোক্তাদির হোসেন, সংগঠনের উপদেষ্টা শহিদুল ইসলাম তনয়, সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার সিনিয়র প্রতিনিধি এস আলম সুমন, প্রথম আলো বন্ধুসভা কুলাউড়া উপজেলা শাখার সভাপতি নাজমুল বারী সোহেল।
এছাড়াও সংগঠনের সদস্য বৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সভাপতি আজিজুল ইসলাম উজ্জ্বল, সাবেক সভাপতি সোহেল আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ খাঁন শাওন, সাবেক সাধারণ সম্পাদক ছায়েম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফয়সল আহমেদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক তাহমিদ খাঁন শাওন, সদস্য আবির হোসেন, খালেদুর রহমান তানজুল, নাহিম খাঁন প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post