পরিবেশবান্ধব মোটরসাইকেল উদ্ভাবন করলেন শিক্ষক



অনলাইন ডেস্কঃ সারা বিশ্বেই চলছে বিকল্প জ্বালানির সন্ধান৷ পশ্চিমবঙ্গের অখ্যাত গ্রামের এক স্কুলশিক্ষক ইতিমধ্যে বানিয়েছেন সৌরশক্তি চালিত মোটরসাইকেল৷
বিকল্প পরিবেশবান্ধব জ্বালানি সৌরশক্তিকে ব্যবহার করে চলছে নানা উদ্ভাবনও৷ বিশ্ব উষ্ণায়নের দাপট ঠেকাতে সৌরশক্তি চালিত বাস, ট্রাম ইতিমধ্যে সাড়া ফেলেছে৷ খবর ডিডব্লিউর।
পশ্চিমবঙ্গের নদিয়া জেলার ৩০ বছরের যুবক শুভময় বিশ্বাস নিজের ক্ষুদ্র প্রটেষ্টায় তৈরি করে ফেলেছেন সৌরশক্তি চালিত মোটরসাইকেল৷
পেট্রোলের দাম ভোবে দিনদিন বাড়ছে, তাতে নিজের বাইকের পেট্রোল খরচ কমানোর জন্যও এটা তৈরির তাগিদ ছিল ওই স্কুল শিক্ষকের৷
এই প্রযুক্তি ব্যবহার করে ছোট গাড়ি, বড় গাড়িও চালানো যাবে৷
প্রাথমিক স্কুলের এ শিক্ষককে বাড়ি থেকে স্কুলের যাতায়াতে নিয়মিত ১৫-১৬ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয়৷
পেট্রোলের সেই খরচ এড়াতেই শুভময় সৌরচালিত বাইকের কথা ভেবেছেন৷ মাত্র ৩০ হাজার টাকা ব্যয় করে তিনি এই সৌরশক্তিতে চালিত বাইকের পরিকল্পনা করেছেন৷
আপাতত নিজের এই উদ্ভাবনের পেটেন্ট নেয়ার আবেদনের পথে হাঁটছেন তিনি৷

Post a Comment

Previous Post Next Post