চকবাজার অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন


অনলাইন ডেস্কঃ চকবাজার অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন, আলোচনা ও হতাহতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়েছে।

আজ রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, সংগঠনের সহ সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, সাংগঠনিক সম্পাদক জেনিফা ফেরদৌস, চলচ্চিত্র বিষয়ক সম্পাদিকা চিত্র নায়িকা শাহনুর, টিভি উপস্থাপিকা সাবরিন সাকা মীম, শংকর শাওজাল, রীতা রাণী সরকার, বৃষ্টি রাণী সরকার, সোহেলি পারভীন মনি, মো. আবু কায়েম রবি, মো. ইব্রাহিম সরকার, দিলীপ সরকার, হাবিব উল্লাহ রিপন, অভিষেক ঘোষ প্রমুখ।

বক্তারা অবিলম্বে কেমিক্যালের সকল গোডাউন অন্য জায়গায় সরিয়ে নেয়ার জন্য গোডাউন মালিকদের প্রতি আহ্বান জানান। তারা বলেন, প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করতে হবে। বিএনপিকে এই অগ্নিকাণ্ড নিয়ে রাজনীতি না করে অগ্নিদগ্ধ মানুষের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান ও তাদের করার জন্য অনুরোধ করেন তারা।

Post a Comment

Previous Post Next Post