লাতিন আমেরিকার বইমেলায় বাংলাদেশিদের অংশগ্রহন


অনলাইন ডেস্কঃ ৪৫ বছরের বই মেলায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ। ফুটবল তারকা ম্যারাডোনার দেশে শুরু হতে যাচ্ছে জমজমাট বইমেলা। আগামী এপ্রিল মাসে লাতিন আমেরিকার সর্ববৃহৎ এ মেলায় ম্যারাডোনা-মেসিদের নিয়ে থাকছে ডজন খানেক নতুন বই।

৪৫ বছরের এ বই মেলায় এবারই প্রথম অংশ নিচ্ছে বাংলাদেশ। ফলে আর্জেন্টিনায় নিবন্ধিত প্রবাসী ব্যবসায়ীদের সংগঠন আর্জেন্টিনা বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজ (এবিসিসিআই) প্রথমবারের মতো একটি প্যাভিলিয়ন নিয়েছেন।

তারা বাংলাদেশের কবি-লেখকদের বই বিনামূল্যে প্রদর্শন করবে বলে জানান এবিসিসিআইয়ের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ওমর আলী। তিনি বলেন, চেম্বারের প্যাভিলিয়নে প্রদর্শনের জন্য গল্প-উপন্যাস, রম্য রচনা, ভ্রমণ কাহিনী, শিশু সাহিত্য, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস, আত্মজীবনী, ছড়ার বই, ঈদ সংখ্যা, লিটল ম্যাগাজিন, গবেষণা কর্ম, ভাষা শিক্ষা, রান্নার বই, হেলথ টিপস, ইমিগ্রেশনসহ সব ধরনের বই, বইয়ের সিডি, পর্যটনের সিডি, শিশুদের গেইমের সিডি পাঠানো যাবে। লাতিন আমেরিকার সর্ববৃহৎ এ বই মেলায় প্রতি বছর ১০ লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।

২৩ এপ্রিল থেকে ২০ দিনব্যাপী বই মেলায় প্রথম তিন দিনের সেমিনারে বিভিন্ন দেশ থেকে ১২ হাজারেরও বেশি কবি, লেখক, শিক্ষাবিদ, সাংবাদিক, পেশাজীবি, আবৃত্তি শিল্পী, ছড়াকার, কার্টুনিষ্ট, মানবাধিকার কর্মী, রাজনীতিবিদ ও সংস্কৃতিকর্মীরা যোগ দেবেন।

ওমর আলী জানান, এবিসিসিআইয়ের প্রতিনিধিরা বর্তমানে ঢাকা সফর করছেন। বই/সিডি পাঠাতে আগ্রহীদের ২৫ ফেব্রুয়ারীর মধ্যে ৩৫৬, ডিআইটি রোড (৩য় তলা), পূর্ব রামপুরা, ঢাকায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post