কুলাউড়ায় স্কাউটস’র প্রতিষ্ঠাতার জন্মদিন পালন


বিশেষ প্রতিনিধিঃ স্কাউটস এর প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল ওব গিলওয়েলের ১৬২তম জন্মদিন ও বিপি দিবস উপলক্ষে কুলাউড়া উপজেলা স্কাউটের উদ্যোগে এক আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার সকালে কুলাউড়া ডাক বাংলো মাঠ থেকে বের করা হয় একটি আনন্দ র‌্যালী। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় ডাক বাংলো মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় কুলাউড়া  উপজেলা স্কাউটস্ সম্পাদক ফয়জুর রহমান সুরুক এর সভাপতিত্বে ও নবীন চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীন চন্দ্র মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন।

সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রক্তন ছাত্র যুক্তরাজ্য প্রবাসী আমিনুর রহমান চৌধুরী, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার স্টাফ রিপোর্টার জিল্লুর রহমান, প্রিয় কুলাউড়ার বার্তা সম্পাদক এ কে এম জাবের, মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি সুমন আহমদ, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক মোঃ সামসুদ্দিন বাবু, পিএস আবু নায়েম তানজিম ও তাহেরা আক্তার, ইউনিট লিডার জয়নাল আহমদ ও কামরান আহমদসহ বিভিন্ন স্কাউট নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


এসময় বক্তারা বলেন, ১৮৫৭সালের ২২ ফেব্রুয়ারি লন্ডনের হাইড পার্কের পাশে একটি বাড়িতে জন্ম নেন পাওয়েল। তার বাবা ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, রেভারেণ্ড এইচজি ব্যাডেন পাওয়েল আর মা ছিলেন বৃটিশ এডমিরাল ডাব্লিউটি স্মিথের কন্যা হেনরিটা গ্রেসা। ১৬৯টি সদস্য দেশসহ বিশ্বব্যাপী দুইশ ১৬টি দেশ ও অঞ্চলে ওয়ার্ল্ড অরগানাইজেশান ওব দ্য স্কাউট মুভমেন্ট (ডাব্লিউওএসএম) দিনটিকে স্কাউট ফাউন্ডার্স ডে’ হিসেবে উদযাপন করছে। এবারের স্কাউট ফাউন্ডার্স ডে’কে ব্যতিক্রমী করে তুলতে পাঁচটি সাধারণ কাজকে চিহ্নিত করেছে ডাব্লিউওএসএম। যা সমাজে অসাধারণ প্রভাব ফেলতে পারে। কাজগুলো হলো, একটি করে গাছ লাগানো, মেয়েদের সহযোগিতায় ছেলেদের এগিয়ে আসা, স্কাউটিংয়ে সদস্য বাড়ানো, স্কাউট বন্ধুকে আর্থিক সহযোগিতা এবং অভূক্তকে খাবার দাওয়া। ১৯৪১ সালে ৮ জানুয়ারি পাওয়েল মারা যান। সারা বিশ্বে এক যোগে আজকের এই বিপি দিবস পালিত হচ্ছে। ইংল্যান্ডের ব্রাউন্সি দ্বীপে ১৯০৭ সালের ২৯ অগাস্ট থেকে আট সেপ্টেম্বর পর্যন্ত ২০ জন স্কাউট নিয়ে শুরু হয়েছিল স্কাউট আন্দোলন। সে সংখ্যা আজ সারা বিশ্ব প্রায় দশ কোটির কাছাকাছি।

Post a Comment

Previous Post Next Post