বিপিএলে 'হ্যাটট্রিকের হ্যাটট্রিক'!


স্পোর্টস ডেস্কঃ এবারের বিপিএলে ইতোমধ্যে তিন হ্যাটট্রিকের দেখা পেল দর্শকরা। শুরুটা করেছিলেন ঢাকা ডায়নামাইটসের অখ্যাত স্পিনার আলিস ইসলামের হাত ধরে। অভিষেকেই হ্যাটট্রিক করেন তিনি। পরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার ওয়াহাব রিয়াজ। সর্বশেষ হ্যাটট্রিক পেলেন ঢাকার আন্দ্রে রাসেল। এরই মধ্যে দিয়ে একইসঙ্গে ‘হ্যাটট্রিকের হ্যাটট্রিক’ দেখলো এবারের বিপিএল।

বুধবার দিনের প্রথম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চিটাগং ভাইকিংসের ইনিংসে শেষ ওভারের প্রথম তিন বলে তিন উইকেট তুলে নেন আন্দ্রে রাসেল।
এদিন, চিটাগংয়ের ইনিংসটাকে টেনে নিয়ে যাচ্ছিলেন ডেলপোর্ট ও মুশফিক। ইনিংসে শেষ ওভারে ৭১ রানে ডেলপোর্ট এবং ৩৯ রানে অপরাজিত ছিলেন মুশফিক। শেষ ওভারে ভালো রানেরই প্রত্যাশা করেছিল চিটাগং। কিন্তু শেষ ওভারের প্রথম বলেই আউট মুশফিক। তার ফেরার পরের বলে আউট হন ডেলপোর্টও। পরের বলে দানুশ শানাকা ক্যাচ তুলে দিলে হ্যাটট্রিকের দেখা পান রাসেল।

Post a Comment

Previous Post Next Post