প্রথম এমপি হয়েই মন্ত্রী পাঁচজন

অনলাইন ডেস্কঃ একাদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রিসভায় স্থান পেয়ে গেছেন পাঁচজন সংসদ সদস্য। তাঁদের মধ্যে দুজন পূর্ণ মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী ও দুজন উপমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আজ সোমবার মন্ত্রিপরিষদের অন্য সদস্যদের সঙ্গে তাঁরা শপথ গ্রহণ করবেন বলে গতকাল রবিবার বঙ্গভবন থেকে জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলমের দেওয়া তথ্য অনুযায়ী, নতুন মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রী থাকছেন ২৪ জন। তাঁদের মধ্যে রয়েছেন সিলেট-১ আসন থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক রাষ্ট্রদূত এ কে আব্দুল মোমেন। তিনি পাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। আর পিরোজপুর-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য প্রভাবশালী আইনজীবী শ ম রেজাউল করিম পাচ্ছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব।

এ ছাড়া ১৯ প্রতিমন্ত্রীর মধ্যে আছেন বরিশাল-৫ আসন থেকে প্রথম নির্বাচিত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জাহিদ ফারুক। তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। তিন উপমন্ত্রীর মধ্যে শরীয়তপুর-২ আসন থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য ছাত্রলীগের সাবেক সভাপতি কে এম এনামুল হক শামীম পাচ্ছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। আর শিক্ষা মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল।

Post a Comment

Previous Post Next Post