এফএ কাপের চতুর্থ রাউন্ডে আর্সেনাল


স্পোর্টস ডেস্কঃ ব্ল্যাকপুলকে হারিয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে উঠেছে আর্সেনাল। প্রতিপক্ষের মাঠে শনিবার জো উইলকের জোড়া গোলে ৩-০ ব্যবধানের জয় পেয়েছে উনাই এমেরির দল।

ম্যাচের একাদশ মিনিটে অ্যারন র‌্যামজির ফ্রি-কিকে বল একজনের মাথা ছুঁয়ে পোস্টে লাগে। ফিরতি বলে হেড করে জালে জড়ান উইলক। ৩৭তম মিনিটে দ্বিতীয় গোলটি করেন ১৯ বছর বয়সী ইংলিশ এই মিডফিল্ডার।

৮২তম মিনিটে র‌্যামজির শট আগুয়ান গোলরক্ষক ঠেকানোর পর বল চলে যায় গোলমুখে, ছুটে গিয়ে ডান পায়ের শটে দলের তৃতীয় গোলটি করেন নাইজেরিয়ার মিডফিল্ডার আলেক্স আইওবি।

Post a Comment

Previous Post Next Post