হলুদে ছেয়ে গেছে ফসলের মাঠ


অনলাইন ডেস্কঃ মাদারীপুর জুড়ে এখন সরিষা হলুদ ফুলে ঢেকে গেছে ফসলের মাঠ। চারদিকে শুধু সরিষা ফুলের মৌ মৌ সুবাস ভেসে আসছে। সরিষার এমন আবাদ দেখে কৃষকদের মুখে হাসি ফুটে উঠেছে। কৃষকরা বলছেন, বাজারে ভালো দাম পেলে গত মৌসুমে ধানের দাম না পাওয়ার ক্ষতি এবার সরিষা দিয়ে পুষিয়ে নিতে পারবেন।
 
দেখা গেছে, মাদারীপুরের অধিকাংশ ফসলের মাঠে এবছর প্রচুর পরিমাণে সরিষা আবাদ করা হয়েছে। যেদিকে চোখ যায় শুধু হলুদ রংয়ের সরিষার ক্ষেত চোখে পড়ে। তাকালেই যেন সরিষা ফুলের সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায়। মাদারীপুর সদর উপজেলার চাষী আব্দুর রাজ্জাক তায়ানীসহ একাধিক চাষী জানান, সরিষার ভালো ফলন হলে গত ধানের মৌসুমে বাজারে ভাল দাম না পাওয়ায় এবার সরিষা দিয়ে সেই ক্ষতি পুষিয়ে নিতে পারব।
মাদারীপুর জেলা কৃষি অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে মাদারীপুর জেলার ৪টি উপজেলায় ১৩ হাজার ৮’শ হেক্টর জমিতে দেশী জাতের মাঘী, ধলী উন্নত জাতের বারি-১৪, বারি-১৫ জাতের সরিষার আবাদ করা হয়েছে। গত বছর এই আবাদের পরিমাণ ছিলো ১০ হাজার হেক্টর। সে হিসেবে মাদারীপুরে আবাদ বেড়েছে ৩ হাজার হেক্টর জমিতে।

মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জিএমএ গফুর বলেন, সরিষা চাষে কৃষি কর্মকর্তারা কৃষকদের নিয়মিত উদ্বুদ্ধকরণ করে থাকে। উৎপাদন বৃদ্ধির জন্যও কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post