এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ৯৪১তম ডিনার সভা সম্পন্ন


বিশেষ প্রতিনিধিঃ এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের ৯৪১তম ডিনার সভা গত ১৫ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যা ৭টায় স্থানীয় ছামি-ইয়ামি চাইনিজ বাংলা রেষ্টুরেন্ট সংলগ্ন হলরুমে অনুষ্ঠিত হয়। উক্ত ডিনার সভায় ক্লাব প্রেসিডেন্ট এপেঃ সুরমান আহমদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের লাইফ মেম্বার এপেঃ উপাধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো।
 বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লাইফ মেম্বার এপেঃ এ.এফ.এম ফৌজি চৌধুরী, ক্লাব পিপি এপেঃ তোফায়েল আহমদ ডালিম, ক্লাব পিপি এপেঃ শহীদুল ইসলাম তনয়, ক্লাব পিপি এপেঃ শাহীন আহমদ, ক্লাব পিপি এপেঃ শরীফ আহমদ প্রমুখ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, জাতীয় সংগীত, এপেক্স সংগীত, এপেক্সের আদর্শ পাঠ, ইনভোকেশন, আত্মপরিচয়, শুভেচ্ছা অপারগতা, পত্র যোগাযোগ, ৯৪০তম ডিনার সভার কার্যবিবরণী উত্থাপন, আলোচনা ও অনুমোদন, আর্থিক কার্যক্রম পর্ব শেষে ক্লাব সার্ভিস ডিরেক্টর এপেঃ পান্না চন্দ্র নাথের পরিচালনায় সম্পন্ন হয় ক্লাবের সেবা কার্যক্রম। ২০জন দুস্থ মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয় ক্লাব প্রেসিডেন্ট এপেঃ সুরমান আহমদ ও ক্লাব সেক্রেটারী এন্ড ডিএনই এপেঃ মোঃ আব্দুল বাছিত এর পৃষ্ঠপোষকতায়। তার পরপরই বিবিধ পর্ব, কুইজ, কৌতুক, জরিমানা পর্ব ও র‌্যাফেল ড্র পর্ব সম্পন্ন হয়। আপ্যায়ন পর্ব শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব পিপি এপেঃ তোফায়েল আহমদ ডালিম ও সভার সমাপ্তি ঘোষনা করেন এপেঃ সুরমান আহমদ। পুরো অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও যারা উপস্থিত ছিলেন তারা হলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ শফিউল আলম সৌরভ, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেঃ মোঃ জাহাঙ্গীর আলম, ট্রেজারার এপেঃ সোহেল আহমদ, মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডিরেক্টর এপেঃ আলতাফ হোসেন সুমেল, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর এপেঃ আব্দুল মুহিত বাবলু, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডিরেক্টর এপেঃ জুবায়ের আহমদ সুহেল, সার্জেন্ট এ্যাট আর্মস এপেঃ এম.এ জলিল, অ্যাকটিভ ফ্লোর মেম্বারবৃন্দ এপেঃ আবু মুসা খান, এপেঃ প্রশান্ত দেবনাথ, এপেঃ মোঃ আজিজুর রহমান, এপেঃ রাসেল আহমদ, এপেঃ আহমেদুল কবির মোহাম্মদ জাবের, এপেঃ ওবায়েদ-উল ইসলাম রাভি, এপেঃ কাওছার আহমদ চৌধুরী সাব্বির প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post