প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজারি ক্লাবে তামিম


অনলাইন ডেস্কঃ তামিম ইকবালের সাফল্যের মুকুটে আরও একটি পালক যুক্ত হলো। সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন দেশসেরা ওপেনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও বাংলাদেশের সবচেয়ে বেশি রানের মালিক তিনি। একই অবস্থানে আছেন টেস্ট এবং টি-টোয়েন্টতে। আজ মঙ্গলবার চিটাগং ভাইকিংসের বিপক্ষে অপরাজিত ৫৪* রানের ইনিংস খেলে নতুন মাইলফলকে পৌঁছান তামিম ইকবাল।

৫ হাজারি ক্লাবে প্রবেশ করতে তামিমের লেগেছে ১৮৬ ইনিংস। ফিফটি করেছেন ৩৩টি, সেঞ্চুরি ২টি। ৫ হাজারের পথচলায় আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ হাজার ৬১৩ রান করেছেন তামিম। বিপিএলে করেছেন ১ হাজার ৬২৯। এছাড়াও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশাওয়ার জালমির হয়ে ১৭ ম্যাচে ৪০.১৫ গড়ে করেছেন ৫২২ রান।

বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টি রানে তামিমের পর আছেন তার প্রিয় বন্ধু সাকিব আল হাসান। ২৬৪ ইনিংসে এই অল-রাউন্ডারের রান ৪ হাজার ৬৬৭। ১২ হাজার ১৯২ রান নিয়ে টি-টোয়েন্টিতে রানের তালিকার শীর্ষে ক্যারিবীয় দানব ক্রিস গেইল। তার ধারেকাছে কেউ নেই। দুই নম্বরে থাকা সাবেক কিউই তারকা ব্রেন্ডন ম্যাককালামের সংগ্রহ ৯ হাজার ৮৬৫ রান।

Post a Comment

Previous Post Next Post