স্টুডেন্ট কেয়ার মেধা বৃত্তি পরিক্ষার ফলাফল প্রকাশ

বিশেষ প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলার বরমচালে  স্টুডেন্ট কেয়ার প্রাথমিক বৃত্তি পরিক্ষার ফলাফল প্রকাশ। কুলাউড়া উপজেলার ১নং বরমচাল ইউনিয়নের বৃহৎ সামাজিক সংগঠন "মানব সেবায রক্তদান সংস্হা  বরমচাল " এর আয়োজনে স্টুডেন্ট কেয়ার মেধা বৃত্তি পরিক্ষার ফলাফল প্রকাশ করা হয়। উল্লেখ্য কুলাউড়া উপজেলার ৪টি ইউনিয়নের (বরমচাল, ভাটেরা, ব্রাহ্মণবাজার, ভূকশিমইল) বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ১৪২ জন শিক্ষার্থীর অংশগ্রহণে গত ৩০ নভেম্বর ২০১৮ ইং পরিক্ষা অনুষ্ঠিত হয়। 
পরিক্ষায় বরমচাল, ভাটেরা, ব্রাহ্মণবাজার, ভূকশিমইল ইউনিয়ন থেকে ১ জন করে ট্যানেন্টপুল ও ৪ জন করে সাধারন বৃত্তি মোট ২০ টি বৃত্তি পায়। উক্ত পরিক্ষায় পরিক্ষা নিয়ন্ত্রক হিসেবে দাযিত্ব পালন করেন মালিকী তৌহিদা জান্নাত, হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ের  প্রভাষক মোঃ আব্দুল মুত্তাকিম চৌধুরী , কেন্দ্রে সচিবের দায়িত্ব পালন করেন বরমচাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশফাক আহমদ। এছাড়াও সংস্থার সকল সদস্য,  উপদেষ্টামন্ডলির সদস্য,  এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষানুরাগী উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Post Next Post