'যে দলের প্রার্থীকে পছন্দ হবে তাকেই ভোট দিবেন'


অনলাইন ডেস্কঃ ৩০ ডিসেম্বর আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবেন। আওয়ামী লীগ, বিএনপি অথবা অন্য যেকোন দলের সমর্থন করেন, ভয়ের কোন কারণ নেই। আজ বৃহস্পতিবার বিকেলে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা বাসষ্ট্যান্ড এলাকায় নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

সভায় তিনি আরো বলেন, দেশের উন্নয়নের স্বার্থে আপনারা ভোট দিবেন। কোন গুজবে কান দিবেন না, ভোটের দিন আপনাদের নিরাপত্তা দেবার দায়িত্ব আমার। যে দলের প্রার্থীকে পছন্দ হবে, আপনাদের ভোট কেন্দ্রে গিয়ে তাকেই ভোট দিবেন।  কিন্তু আপনারা ভোট কেন্দ্রে যাবেন। নিজ এলাকার ভোটারদের উদ্দেশ্যে এসব কথা বলেন জেপি চেয়ারম্যান ও পিরোজপুর- ২ আসনের মহাজোট প্রার্থী আনোয়ার হোসেন মঞ্জু।
ভান্ডারিয়া উপজেলা জাতীয় পার্টি  (জেপি) আহবায়ক মনিরুল হক মনি জোমাদ্দারের সভাপতিত্ত্বে সভায় আনোয়ার হোসেন মঞ্জু ছাড়াও বক্তব্য রাখেন তার সহধর্মিণী ও সাবেক এমপি তাসমিমা হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজসহ মহাজোটের নেতাকর্মীরা।

Post a Comment

Previous Post Next Post