মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও তেল বিক্রি ইরানের


অনলাইন ডেস্কঃ আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়িয়ে ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। তারই জের ধরে মার্কিন নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে নতুন করে বেরসকারি কোম্পানিগুলোর কাছে ৩০ লাখ ব্যারেল তেল বিক্রি করার পরিকল্পনা নিয়েছে ইরান।

এ ব্যাপারে ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ জানান, এসব তেল ব্যক্তিগত খাতের আমদানিকারকরা কিনতে পারবেন এবং ইরানি মুদ্রা রিয়ালে দাম পরিশোধ করতে হবে। তবে যেসব ক্রেতা বৈদেশিক মুদ্রায় মূল্য পরিশোধ করতে চান তাদের জন্য সে সুযোগও রাখা হয়েছে।
উল্লেখ্য, ইরানের ওপর মার্কিন সরকার নিষেধাজ্ঞা আরোপ করে গত নভেম্বর মাসে। এরপর এটা হবে বেসরকারি উপায়ে তৃতীয় দফা তেল বিক্রির উদ্যোগ। সূত্র: এএফপি

Post a Comment

Previous Post Next Post