দৈনিক প্রতিদিনের চিত্র’র জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন অনি

জাতীয় দৈনিক প্রতিদিনের চিত্রের মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন এম শাহবান রশীদ চৌধুরী অনি। পত্রিকার সম্পাদক ও প্রকাশক অয়ন আহমেদ স্বাক্ষরিত নিয়োগ পত্রটি মঙ্গলবার (২৫ডিসেম্বর) কুরিয়ার যোগে পৌঁছায়। এম শাহবান রশীদ চৌধুরী অনি মৌলভীবাজারের কুলাউড়া প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এম শাকিল রশীদ চৌধুরীর ছোট ছেলে।

এছাড়াও তিনি ঢাকানিউজ২৪.কম’র জেলা প্রতিনিধি ও জাগোসিলেট.নিউজ এর কুলাউড়া উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্ব পালনে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। ই-মেইল : 
Pressony11@gmail.com ও মোবাইল : ০১৭৬০২৭১০৮২। #বিজ্ঞপ্তি

Post a Comment

Previous Post Next Post