সিলেটে শিক্ষায় এগিয়ে মোমেন, মামলায় জামান


অনলাইন ডেস্কঃ সিলেটের ৬ আসনে মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের মধ্যে শিক্ষায় এগিয়ে আছেন সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ড. একে আবুল মোমেন। তিনি পিএইডি ডিগ্রীধারী।

তবে মোমেন ছাড়াও আরও দুইজন পিএইচডি ডিগ্রীধারী প্রার্থী রয়েছেন। তাঁরা হলেন- সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী এনুমল হক সর্দার, সিলেট-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী আহমদ আল ওয়ালী। তবে রোববার এই দু'জনের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।

অপরদিকে, মামলার দিক দিয়ে এগিয়ে রয়েছেন সিলেট-৪ আসনের বিএনপির প্রার্থী, দলটির কেন্দ্রীয় কমিটির সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামান। তাঁর বিরুদ্ধে মোট ২২টি মামলা ছিলো। এসব মামলার ১১টিতে তিনি খালাস পেয়েছেন। বাকীগুলোর মধ্যে ১০টি বিচারাধীন ও একটি স্থগিত করেছে উচ্চ আদালত।

প্রার্থীদের মনোনয়পত্রের সাথে জমা দেওয়া হলফনামা সূত্রে এসব তথ্য জানা গেছে। সিলেটের ৬ টি আসনে মোট ৬৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে নানা অসঙ্গতির কারণে রোববার ১৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

মামলার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন সিলেট-৬ আসনে ধানের শীষের প্রার্থী ইসলামী ঐক্যজোট নেতা মোহাম্মদ আব্দুর রকিবের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ১৮টি মামলা রয়েছে। মামলাগুলো স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের নির্দেশ প্রত্যাহারের প্রক্রিয়াধীন রয়েছে হলফনামায় উল্লেখ করেছেন তিনি।

সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী শিক্ষায় এলএলবি। এই আসনে বিএনপির অপর প্রার্থী মুক্তাদির আহমদ রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস করেছেন।
সিলেটের প্রার্থীদের মধ্যে ১২ জন স্বশিক্ষিত। অস্টম শ্রেনী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষাগতযোগ্যতা আরো ১২ জনের। তাদের মধ্যে অস্টম শ্রেনী পর্যন্ত দু‘জন, মাধ্যমিকের গন্ডি পেরিয়েছেন ৪ জন এবং উচ্চ মাধ্যমিক পাস ৬ জন প্রার্থী। স্নাতক ডিগ্রীধারী রয়েছেন একডজন প্রার্থী, মাস্টার্স ও দাওরায়ে হাদিস (সমমান এমএ) রয়েছেন ১২ জন, তিন ডক্টরেটসহ তাকমীল ফিল হাদীস, তাকলীম, টাইটেল ও কামিল পাস রয়েছেন ১১ জন এবং বিএ-এলএলবিধারী ৭জন প্রার্থী রয়েছেন।

এর জেলার ৬৬ প্রার্থীর মধ্যে ২৩ জনই বিভিন্ন মামলার আসামী। আসামীদের মধ্যে আওয়ামী লীগ-বিএনপিসহ বিভিন্ন দলের নেতারা রয়েছেন।

Post a Comment

Previous Post Next Post