নতুন বছরে নতুন খবরে ‘দহন’


বিনোদন ডেস্কঃ বছরের শেষে ঢাকাই সিনেমায় আলোচিত চলচ্চিত্র ‘দহন’। দেশের সমসাময়িক বিষয় নিয়ে এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন রায়হান রাফি। এখন পর্যন্ত দেশের বিভিন্ন হলে বেশ প্রশংসার সাথে ছবিটি চলছে। এবার দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায় মুক্তি পেতে যাচ্ছে ‘দহন’।

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এই ছবিটি এবার একযোগে কানাডা ও আমেরিকায় আন্তর্জাতিক মুক্তি পেতে যাচ্ছে। নতুন বছরে নতুন সফলতার দিকে যাচ্ছে ছবি। ১৮ জানুয়ারি কানাডা ও আমেরিকায় মুক্তির পর মধ্যপ্রাচ্যেও মুক্তি পাবে ছবিটি। আমেরিকা, কানাডা, ও মধ্যপ্রাচ্যে পরিবেশক হিসেবে আছে বাংলাদেশী সিনেমার আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো।

এই ছবিটির মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো পর্দায় জুটি হিসেবে অভিনয় করলেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। তাদের প্রথম ছবি ‘পোড়ামন ২’-এ বেশ প্রশংসা পাওয়ার পর এই ছবিটিও দর্শকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

Post a Comment

Previous Post Next Post