মেক্সিকো সীমান্ত পুরোপুরি বন্ধের হুমকি


অনলাইন ডেস্কঃ দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ না পেলে মেক্সিকো সীমান্ত পুরোপুরি বন্ধের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প শুক্রবার বলেন, দেয়াল নির্মাণের বিকল্প পন্থা হচ্ছে মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেওয়া। খবর রয়টার্সের।

এছাড়া ট্রাম্প হন্ডুরাস, গুয়াতেমালা এবং এল সাল্ভাদরের জন্য সব রকম সাহায্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন। ট্রাম্প গত অক্টোবর মাসেও মেক্সিকো সীমান্ত বন্ধের হুমকি দেন।

অনুপ্রবেশ প্রতিরোধে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মানের জন্য ৫শ’ কোটি ডলার বরাদ্দ না দিলে বাজেট সংক্রান্ত কোনো আইনে স্বাক্ষর করবেন না ট্রাম্প। পাশাপাশি ডেমোক্র্যাটরা জানিয়েছিলেন, তারা ১৩০ কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ করাকে সমর্থন করবেন না।

যার প্রেক্ষিতে গত শুক্রবার মধ্যরাতের পর যুক্তরাষ্ট্র সরকার আংশিক ভাবে বন্ধ হয়ে যায় এবং এখন পর্যন্ত ব্যয় বরাদ্দ নিয়ে কোনও সমঝোতা না হওয়ায় সরকার আংশিকভাবে বন্ধ রয়েছে।

Post a Comment

Previous Post Next Post