অনলাইন ডেস্কঃ আগামী ৩০শে ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের বেশ কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়। রবিবার সন্ধ্যায় এ প্রজ্ঞাপন জারি করা হয়।
যে সব যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেগুলো হলো:
১. বেবি টেক্সি/ অটোরিক্সা/ইজি বাইক ২. ট্যাক্সি ক্যাব ৩. মাইক্রোবাস ৪. জিপ ৫. পিক আপ ভ্যান ৬. প্রাইভেট কার ৭. বাস ৮. ট্রাক ৯. টেম্পো এবং স্থানীয়ভাবে বিভিন্ন যন্ত্রচালিত যানবাহন।
২৯শে ডিসেম্বর ২০১৮’র দিবাগত রাত ১২টা থেকে ৩০শে ডিসেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত এসব যানবাহন চলাচল করতে পারবে না।
এছাড়া, ২৮শে ডিসেম্বর ২০১৮ তারিখ দিবাগত রাত ১২টা হতে ১লা জানুয়ারি, ২০১৯ তারিখ মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
যে সব যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেগুলো হলো:
১. বেবি টেক্সি/ অটোরিক্সা/ইজি বাইক ২. ট্যাক্সি ক্যাব ৩. মাইক্রোবাস ৪. জিপ ৫. পিক আপ ভ্যান ৬. প্রাইভেট কার ৭. বাস ৮. ট্রাক ৯. টেম্পো এবং স্থানীয়ভাবে বিভিন্ন যন্ত্রচালিত যানবাহন।
২৯শে ডিসেম্বর ২০১৮’র দিবাগত রাত ১২টা থেকে ৩০শে ডিসেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত এসব যানবাহন চলাচল করতে পারবে না।
এছাড়া, ২৮শে ডিসেম্বর ২০১৮ তারিখ দিবাগত রাত ১২টা হতে ১লা জানুয়ারি, ২০১৯ তারিখ মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এ নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাঁদের নির্বাচনি এজেন্ট, দেশি/বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিলযোগ্য। এক্ষেত্রে তাদের পরিচয়পত্র থাকতে হবে। তাছাড়া, নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরী কাজে যেমন, এ্যম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যানবাহন চলাচলের ক্ষেত্রে উক্ত নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরী পণ্য সরবরাহসহ অন্যান্য জরুরী প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এরূপ নিষেধাজ্ঞা শিথিল করতে পারবেন। উল্লেখিত যানবাহনসমূহ চলাচলের উপর উপযুক্ত সময়সূচি অনুযায়ী, নিষেধাজ্ঞা আরোপের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসক/ও অন্যান্য কর্তৃপক্ষকে এই ক্ষমতা অর্পণ করা হয়েছে।
এ নিষেধাজ্ঞা যথাযথথভাবে পালন করার জন্য এবং জনসাধারণের অবগতির জন্য ট্রাফিক সাইন প্রদর্শনের নিমিত্তে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
এ নিষেধাজ্ঞা যথাযথথভাবে পালন করার জন্য এবং জনসাধারণের অবগতির জন্য ট্রাফিক সাইন প্রদর্শনের নিমিত্তে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।