স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার সাংস্কৃতিক সামাজিক সংগঠন নতুনকুড়ি সাংস্কৃতিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। ১৩ নভেম্বর সন্ধ্যায় স্হানীয় চৌধুরী বাজারের অস্থায়ী কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে আশরাফুল ইসলাম জুয়েলকে সভাপতি নাঈম আলী খান কে সাধারন সম্পাদক ও আকবর আলীকে সাংগঠনিক সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উপদেষ্টা কমিটিতে বিআরডিবির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তাজুল ইসলাম, প্রিয় কুলাউড়ার সম্পাদক এ কে এম জাবের, রুহুল আমিন, শেখ লুৎফুর রহমানকে মনোনীত করা হয়।
এছাড়া কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মন্জুর আহমদ নোমানী, যুগ্ম সম্পাদক জয়নুল ইসলাম জুনেল, ময়নুল ইসলাম, আফজাল হোসেন সাব্বীর, সহ সাংগটনিক সম্পাদক জুবায়ের আহমদ, জাহিদ হাসান অপু, খালেদ আহমদ,সিনিয়র সদস্য নওশাদ আহমদ,শামিম আহমদ,রিয়াজ আহমদ,বাবুল আহমদ, তারেক আহমদ প্রমুখ।