মৌলভীবাজার-২: আওয়ামী লীগের সাংসদ এবার স্বতন্ত্র প্রার্থী


বিশেষ প্রতিনিধিঃ মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন জমা দিয়েছেন ৭ জন প্রার্থী। এদিকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন।

বুধবার (২৮ নভেম্বর) দুপুর দেড়টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়ন জমা দেন প্রার্থীরা।

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ঐক্য প্রক্রিয়ার নেতা, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সাবেক ডাকসু ভিপি ও সাবেক সাংসদ সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, বিকল্পধারার (মহাজোটের) প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন সাবেক বিএনপি নেতা ও সাবেক সাংসদ এম এম শাহীন, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন বর্তমান সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন, জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন অ্যাডভোকেট মাহবুব আলম শামিম হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন হাফিজ মতিউর রহমান, ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন মাওলানা আসলাম হোসেন রহমানী, ওয়ার্কার্স পার্টির প্রার্থীর মনোনয়ন জমা দেন প্রশান্ত দেব ছানা।

সহকারী রিটার্নিং কর্মকর্তা আবুল লাইছ এ সকল মনোনয়নপত্র জমা দেয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

Post a Comment

Previous Post Next Post