আমিরাত যুবরাজের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা


অনলাইন ডেস্কঃ বর্তমানে ফ্রান্স সফরে আছেন সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মুহাম্মাদ বিন যায়েদ আল-নাহিয়ান। সেখানেই তার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দায়ের করা হয়েছে। ইয়েমেনে সামরিক অভিযানে বেসামরিক নাগরিকদের হত্যার অভিযোগে এই মামলাটি করা হয়।

ফ্রান্সের মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স ফর দ্য ডিফেন্স অব রাইটস অ্যান্ড ফ্রিডম (এআইডিএল) যুদ্ধাপরাধের এ মামলাটি দায়ের করে। খবর আল-জাজিরার।

এআইডিএলের পক্ষের আইনজীবী জোসেফ ব্রেহাম বলেন, নাহিয়ান সংযুক্ত আরব আমিরাতের সামরিক বাহিনীর সর্বোচ্চ নেতা এবং সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সঙ্গে তিনিও ইয়েমেন যুদ্ধের পুরো ঘটনার সঙ্গে জড়িত। এ যুদ্ধে যে পদ্ধতি অনুসরণ করা হচ্ছে অর্থাৎ ব্যাপক ও নির্বিচারে বোমাবর্ষণ, তার দায় তিনি এড়াতে পারেন না।

Post a Comment

Previous Post Next Post