অনলাইন ডেস্কঃ আর টেক্সট বা মেসেজে নয়, মহাকাশে ভেসে উঠল স্মাইলি। অন্ধকার মহাকাশে দুটি হলুদ বিন্দু, তার নিচে সরু অর্ধ চন্দ্রাকার রুপোলি রেখা। হঠাৎ দেখে মনে হচ্ছে যেন কোনও স্মাইলি ফেস। হাব্ল স্পেস টেলিস্কোপের ওয়াইড ফিল্ড ক্যামেরা ৩-তে তোলা সেই ছবি স্থানীয় সময় গত শনিবার তাদের ইনস্টাগ্রামে পোস্ট করেছিল নাসা।
সোমবার বিবৃতি দিয়ে নাসা জানিয়েছে, হাবলের ক্যামেরায় ধরা পড়া ছবিটিতে স্মাইলির চোখের মতো দেখতে উপরের হলুদ বিন্দু দুটি আসলে দুটি নক্ষত্রের জন্মের সময়ের ছবি। এবং নিচের অর্ধ চন্দ্রাকার রুপোলি রেখাটি এসডিএসএস জে০৯৫২ + ৩৪৩৪ ছায়াপথের সমষ্টি।
ছায়াপথ সমষ্টির উপর দিয়ে কোনও কিছুর অত্যধিক মাধ্যাকর্ষণ শক্তি গেছে, যার ফলে দূরবীক্ষণে ছায়াপথের ছবিটা অর্ধ চন্দ্রাকারের মতো বাঁকা দেখতে লাগছে। এর আগে ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারিও ছায়াপথ সমষ্টি এসডিএসএস জে১০৩৮+৪৮৪৯'র মাধ্যমে মহাকাশে ভেসে উঠেছিল আরেকটি স্মাইলি।
সোমবার বিবৃতি দিয়ে নাসা জানিয়েছে, হাবলের ক্যামেরায় ধরা পড়া ছবিটিতে স্মাইলির চোখের মতো দেখতে উপরের হলুদ বিন্দু দুটি আসলে দুটি নক্ষত্রের জন্মের সময়ের ছবি। এবং নিচের অর্ধ চন্দ্রাকার রুপোলি রেখাটি এসডিএসএস জে০৯৫২ + ৩৪৩৪ ছায়াপথের সমষ্টি।
ছায়াপথ সমষ্টির উপর দিয়ে কোনও কিছুর অত্যধিক মাধ্যাকর্ষণ শক্তি গেছে, যার ফলে দূরবীক্ষণে ছায়াপথের ছবিটা অর্ধ চন্দ্রাকারের মতো বাঁকা দেখতে লাগছে। এর আগে ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারিও ছায়াপথ সমষ্টি এসডিএসএস জে১০৩৮+৪৮৪৯'র মাধ্যমে মহাকাশে ভেসে উঠেছিল আরেকটি স্মাইলি।