অনলাইন ডেস্কঃ কক্সবাজারের উখিয়ায় আশ্রিত রোহিঙ্গাদের দেখতে এসেছেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. বিবিয়ান বালাকৃষ্ণণ। রবিবার দুপুর ১ টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমঘুম ইউনিয়নের তুমব্রু কোনারপাড়ায় জিরো পয়েন্টে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে যান তিনি। এ সময় তিনি বেশ কয়েকজন রোহিঙ্গার সঙ্গে কথা বলেন।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যবাসনের ওপর গুরুত্বারোপ করছেন। কারণ তাদের অবস্থান বাংলাদেশে দীর্ঘায়িত হলে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে।
তিনি ১৫ নভেম্বরের পর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টি চূড়ান্ত হওয়ায় দুই দেশের বন্ধুত্ব সম্পর্কে প্রশংসা করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ.এম মাহমুদ আলীর নেতৃত্বে তিনি উখিয়ার কুতুপালং সম্প্রসারিত ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় সঙ্গে ছিলেন শরণার্থী প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী রবিনসহ উর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি।
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যবাসনের ওপর গুরুত্বারোপ করছেন। কারণ তাদের অবস্থান বাংলাদেশে দীর্ঘায়িত হলে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে।
তিনি ১৫ নভেম্বরের পর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়টি চূড়ান্ত হওয়ায় দুই দেশের বন্ধুত্ব সম্পর্কে প্রশংসা করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এইচ.এম মাহমুদ আলীর নেতৃত্বে তিনি উখিয়ার কুতুপালং সম্প্রসারিত ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় সঙ্গে ছিলেন শরণার্থী প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম, উখিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী রবিনসহ উর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে দুপুর সাড়ে ১২ টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি।