ট্রেলার প্রকাশেই ১৮ লাখ


বিনোদন ডেস্কঃ ৩০ নভেম্বর মুক্তি পাবে রায়হান রাফির ‘দহন’। বৃহস্পতিবার এফডিসিতে হয়ে গেল এই ছবির ট্রেলার প্রকাশনা অনুষ্ঠান। এফডিসির মূল ফটক থেকে শুরু করে পুরো এফডিসি সাজানো হয়েছিল লাল-নীল আলোকসজ্জায়। আয়োজন করা হয়েছিল ১৪০০ লোকের খাবারের। জমকালো এই আয়োজনে জাজ মাল্টিমিডিয়া খরচ করেছে ১৮ লাখ টাকা! চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, গত ২০ বছরে কোনো ছবির ট্রেলার প্রকাশনায় এমন আয়োজন হয়নি। জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘অনুষ্ঠানটি আমরা কোনো পাঁচতারা হোটেলেও করতে পারতাম। কিন্তু সেখানে চলচ্চিত্রের সাধারণ কলাকুশলী যেতে পারতেন না। অনেক দিন এফডিসিতে চলচ্চিত্রের কোনো গেট টুগেদার নেই। সেটা মাথায় রেখেই এই আয়োজন।’ ছবির প্রচারেও চমক রাখবেন বলে বললেন প্রযোজক, ‘নির্মাণে যা খরচ হয়েছে তার সমপরিমাণ টাকা ব্যয় করব প্রচারণায়। ছবিতে অভিনয় করেননি এমন তারকারাও থাকবেন প্রচারণায়।’

এর আগে ছবির ‘হাজির বিরিয়ানি’ গানের কথা নিয়ে বিতর্ক উঠেছিল। এ কারণে গানটি নতুন করে রেকর্ড করা হয়েছে। ‘মাতাল হয়ে হিসু করব দেয়ালে’ বদলে হয়েছে ‘মাতাল হয়ে ঢলে পড়ব দেয়ালে’। ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে জানা গেল চমকপ্রদ এক খবর, দেশে ছবি মুক্তির আগেই কানাডা, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে ছবির সব কটি শোর টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে! সিয়াম আহমেদ-পূজা চেরী জুটির দ্বিতীয় ছবি ‘দহন’। অভিনয়ে আরো আছেন মম, ফজলুর রহমান বাবু, তারিক আনাম খান প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post