চীনে রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণ, নিহত ২২


অনলাইন ডেস্কঃ চীনে রাসায়নিক কারখানার কাছে বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছেন। গুরুতর আহত আরো অনেকে। আজ বুধবার দেশটির উত্তরে ঝাংজিয়াকও শহরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম এই তথ্য জানায়। খবর রয়টার্সের।

দেশটির স্থানীয় সময় রাত ১২ টা ৪০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

এছাড়া রাসায়নিক কারখানার কাছে থাকা প্রায় ৩৮ টি ট্রাক ও ১২ টি গাড়ি পুড়ে যায়। আগুন নেভাতে দেশটির দমকল বাহিনী কাজ করছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post