বিশেষ প্রতিনিধিঃ বয়স যখন ১২ বছর তখন বড় বোনকে স্বামীর হাতে নির্যাতিত হতে দেখেছিলেন। আর তার বোনের বিয়ে হয়েছিল ১২ বছর বয়সে। ঠিক সেসময় তার এক বান্ধবী বাল্যবিয়ের শিকার হন। যা তিনি আটকে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। কিন্তু সেই ব্যর্থতা তাকে আরও সাহসী করে তোলে।
বলা হচ্ছে বাংলাদেশের মনি বেগমের কথা। যিনি বাল্যবিয়ের বিরুদ্ধে লড়াই করছেন। এখন পর্যন্ত বাল্যবিয়ের হাত থেকে ২০০টিরও বেশি মেয়েকে উদ্ধার করেছেন তিনি।
২০ নভেম্বর কিডস রাইট ফাউন্ডেশন এ বছরের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ঘোষণা করে। সেখানে প্রথম তিনজনের চূড়ান্ত তালিকায় ছিলেন ১৭ বছর বয়সী মনি বেগম। বিজয়ী না হলেও মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন।
ডয়েচে ভেলের খবরে বলা হয়, বাংলাদেশের উত্তরাঞ্চলের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশার একটি গ্রামে মনি বেগমের বসবাস। ২০১৪ সালে তিনি বাল্যবিয়ে বন্ধে একটি ক্লাব গঠন করেন। আশেপাশের গ্রামে গিয়ে মেয়েদের উৎসাহ ও সাহস দিতে শুরু করেন। বর্তমানে এই ক্লাবের সদস্য সংখ্যা ৭০।
১৬ নভেম্বর কিডস রাইটস তাদের পাতায় মনি বেগমের একটি ভিডিও পোস্ট করে। এখন পর্যন্ত প্রায় ৪ লাখ বার দেখা হয়েছে সেটি। শেয়ার হয়েছে ৩১৯ বার। সবাই মনি বেগমকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন।
বলা হচ্ছে বাংলাদেশের মনি বেগমের কথা। যিনি বাল্যবিয়ের বিরুদ্ধে লড়াই করছেন। এখন পর্যন্ত বাল্যবিয়ের হাত থেকে ২০০টিরও বেশি মেয়েকে উদ্ধার করেছেন তিনি।
২০ নভেম্বর কিডস রাইট ফাউন্ডেশন এ বছরের আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ঘোষণা করে। সেখানে প্রথম তিনজনের চূড়ান্ত তালিকায় ছিলেন ১৭ বছর বয়সী মনি বেগম। বিজয়ী না হলেও মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন।
ডয়েচে ভেলের খবরে বলা হয়, বাংলাদেশের উত্তরাঞ্চলের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশার একটি গ্রামে মনি বেগমের বসবাস। ২০১৪ সালে তিনি বাল্যবিয়ে বন্ধে একটি ক্লাব গঠন করেন। আশেপাশের গ্রামে গিয়ে মেয়েদের উৎসাহ ও সাহস দিতে শুরু করেন। বর্তমানে এই ক্লাবের সদস্য সংখ্যা ৭০।
১৬ নভেম্বর কিডস রাইটস তাদের পাতায় মনি বেগমের একটি ভিডিও পোস্ট করে। এখন পর্যন্ত প্রায় ৪ লাখ বার দেখা হয়েছে সেটি। শেয়ার হয়েছে ৩১৯ বার। সবাই মনি বেগমকে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছেন।
ফেসবুকের ভিডিও লিঙ্কঃ https://web.facebook.com/KidsRights/videos/371100756963557/https://web.facebook.com/KidsRights/videos/371100756963557/
