চলন্ত বিমান ধরতে নারী যাত্রীর দৌঁড়!


অনলাইন ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, রানওয়েতে একেবারে বিমানের কাছাকাছি তিনজন। তার মধ্যে দুইজন নিরাপত্তা কর্মী ও একজন নারী।

ওই নারীকে আটকানোর চেষ্টা করছে নিরাপত্তাকর্মীরা। এরমধ্যে বিমানের চাকা সচল হয়ে গেছে।

ওই নারী তাদের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ব্যর্থ হয়ে এক পর্যায়ে ওই নারী মাটিতে গড়াগড়ি দেয়া শুরু করেন। খবর ডেইলি মেইলের।

এ ভিডিও ভাইরালের পর সামাজিক মাধ্যমে এর পেছনের গল্পটি জানতে চান অনেকেই। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার বালি বিমানবন্দরে।

জাকার্তাগামী বিমান ধরতে চেয়েছিলেন ওই নারী। কিন্তু বিমানবন্দরে পৌঁছাতে ১০ মিনিট দেরি করে ফেলেন তিনি।

তিনি নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বোর্ডিং গেট দিয়ে সোজা চলে যান রানওয়ের ভেতরে।

এরই মধ্যে বিমানটি রান করার জন্য নড়তে শুরু করলে তিনি সেটির পেছনে দৌঁড় শুরু করেন।

বিমানবন্দরের এক কর্মী ঘটনার বর্ণনা করে বলেন, ‘সকাল ৭টা ১০ মিনিটে ওই নারী বোর্ডিং গেট ভেদ করে বিমান ধরার জন্য দৌঁড়তে শুরু করেন। জাকার্তাগামী বিমানটির ছেড়ে যাওয়ার কথা ছিল ৭টা ২০ মিনিটে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ওই নারীকে তিনবার ডাকার পরেও তিনি বিমানবন্দরের বোর্ডিং গেটে যথাসময়ে উপস্থিত হতে পারেননি।

পরে অন্য একটি বিমানে করে ওই নারীকে তার গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি বিমান সংস্থার কর্মকর্তারা।

Post a Comment

Previous Post Next Post