সারোয়ার আলম বেলাল জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মনোনীত


স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে কুলাউড়ার মো. সারোয়ার আলম বেলালকে সহসভাপতি করা হয়েছে। তিনি কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও কুলাউড়ার  জিয়াউদ্দিন হাসান তফাদারকে জেলা সেচ্ছাসেবক দলের সহ- সভাপতি, আঃ মুক্তাদির মনুকে সহ-সাংগঠনিক সম্পাদক, পারভেস রশীদকে ত্রান ও পুর্ণবাসন বিষয়ক সম্পাদক, সুরমান আহমদকে সহ- বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আব্দুল মুহিত সবুজকে সদস্য নির্বাচিত করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি শফিউল বারী বাবু ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল গত ২৭ সেপ্টেম্বর ১৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন দেন।

পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হলেন স্বাগত কিশোর দাশ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি শাম্মির হাবিব চৌধুরী রবিন, সহ সভাপতি আহমেদ আহামদ, শামিম মিয়া, আবু বক্কর তালুকদার, জামান আহমেদ সুমন, সিহাব বকস, গাজী জাবেদ, এমাদুল হক এমাদ, মো: জিয়াউদ্দিন হাসান তফাদার, আমিরুল ইসলাম শাহেদ, মোঃ ফরিদ আহমেদ, নাহিদ আহমেদ চৌধুরী, মজিবুর রহমান তপন, সরোয়ার আলম বেলাল, মোঃ আজির উদ্দিন, মোঃ শহিদ আহমেদ, সাধারণ সম্পাদক জিএম এ মুক্তাদির রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ হাই পিপলু, মোঃ জুবেল খান, আব্দুল কাইয়ূম, মোঃ দেলোয়ার হোসেন, সাজ্জাদ আহমেদ শাহান, মনসুর আহমেদ, মিজানুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল হান্নান, প্রচার সম্পাদক মোঃ রুমান আহমেদ, দপ্তর সম্পাদক রুহেল আহমেদসহ ১৭১ সদস্য বিশিষ্ট কমিটি।

উল্লেখ্য, গত ৬ জুন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আংশিক কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত নেতাদের আগামী একমাসের মধ্যে ঘোষিত ইউনিট কমিটির পূর্ণাঙ্গ তালিকা জমা দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় কমিটি।

Post a Comment

Previous Post Next Post