ইন্টার মিলানকে হারাল বার্সেলোনা


স্পোর্টস ডেস্কঃ দুই অর্ধে দুই গোল করে ইন্টার মিলানকে হারিয়েছে বার্সেলোনা।

বুধবার কাম্প নউয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘বি’ গ্রুপে ইন্টার মিলানকে ২-০ গোলে হারায় এরনেস্তো ভালভেরদের শিষ্যরা।

ম্যাচের ১৮তম মিনিটে প্রথম সুযোগ পায় বার্সা। কিন্তু ক্লেমোঁ লংলের হেড পা দিয়ে ঠেকিয়ে দেন ইন্টার গোলরক্ষক।

৩২তম মিনিটে প্রথম গোল পেয়ে যায় স্বাগতিকরা। ডান দিক থেকে লুইস সুয়ারেসের ক্রস ছোট ডি-বক্সের বাইরে পেয়ে বাঁ পায়ের ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফিনিয়া।

৮৩তম মিনিটে আলবার ব্যবধান দ্বিগুণ করা গোলে জয় প্রায় নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার। ইভান রাকিতিচের বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে কোনো সুযোগ না দিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে ঠিকানায় পাঠান আলবা।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ১২ গজ দূর থেকে আলবার আরেকটি শট হান্দানোভিচ রুখে দিলে ব্যবধান আর বাড়েনি।

Post a Comment

Previous Post Next Post