স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
উন্নয়ন মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৫৪ টি স্টল রয়েছে। প্রত্যেকটি স্টলে যার যার বিভাগের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরা হচ্ছে। তবে মেলায় বিশেষ আকর্শনীয় স্টল হচ্ছে উপজেলা স্বাস্থ্য বিভাগের স্টল।
উন্নয়ন মেলায় বিশেষ সেবা প্রদান করে যাচ্ছে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য বিভাগের স্টল। স্বাস্থ্য বিভাগের স্টলে সার্বক্ষণিক প্রাথমিক স্বাস্থ্য সেবার পাশাপাশি ফ্রি ব্লাড গ্রুপিং, ডায়বেটিকস চেক আপ, ওজন মাপা, ব্লাড প্রেসার নির্নয় করে দেয়া হচ্ছে।
সরেজমিনে ৫ অক্টোবর শুক্রবার দেখা যায়, স্বাস্থ্য বিভাগের স্টলে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ জাকির হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর জসিম উদ্দিন আহমদ, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্য) আব্দুল আহাদ চোধুরীসহ নার্স, স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপিরা অবস্থান করছেন। গরম বেশী থাকায় কয়েকজন হিটস্ট্রোক করেন। এসময় উপজেলা স্বাস্থ্য বিভাগের স্টলে তাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দেয়া হয়। ফ্রি ব্লাড গ্রুপিয়ের ও লম্বা লাইন দেখা যায়। খোজ নিয়ে জানা যায় মেলায় আগত প্রায় দেড় শতাধিক পরিদির্শনকারী ফ্রি ব্লাড গ্রুপ নির্নয় করেছেন এবং মেলায় আগত সর্বমোট প্রায় ৫ শতাধিক জনসাধারনকে সেবা প্রদান করা হয়।
কুলাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোঃ জাকির হোসেন বলেন, গত বছরের তুলনায় এবছরে সেবাগ্রহীতার সংখ্যা ও সেবার মান বৃদ্ধি পেয়েছে। সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেবা গ্রহন করার আহ্বান জানান।
উল্লেখ্য যে, উন্নয়ন মেলা ২০১৭ সালে উপজেলা স্বাস্থ্য বিভাগের স্টল যৌথভাবে ২য় স্থান অর্জন করেছিলো।