‘মৃত্যুর পর’ রাজপ্রাসাদে!


অনলাইন ডেস্কঃ মৃত্যুর পর সব মানুষই অন্য এক জীবনে পা দেয়। একেক ধর্ম অনুযায়ী শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়ে যায় পার্থিব জীবন। মৃত্যুর পর কী হয় সেটি কেউ নিশ্চিত করে বলতে পারে না। কিন্তু এবার ‘মৃত্যুর পর’ ইউক্রেনের এক ব্যক্তি বসবাস করছেন একটি রাজপ্রাসাদে। কিছুদিন আগে ইউক্রেনের সুপরিচিত ঐ ব্যক্তির ‘মৃত্যু হয়’।

দুর্নীতির মাধ্যমে প্রচুর অর্থ বিত্তের মালিক হওয়া ঐ ব্যক্তি পুলিশের গ্রেফতার এড়াতে মিথ্যা মৃত্যুর নাটক প্রচার করেন। এরপর লোকজন দিয়ে টাকা-পয়সা খরচ করে ডেথ সার্টিফিকেটও বাগিয়ে নেন। ভিন্ন নামে পাসপোর্ট করে দেশ ছেড়ে আশ্রয় নেন ফ্রান্সে। সেখানে তিনি রাজকীয় এক প্রাসাদে বহাল তবিয়তে রয়েছেন। কিন্তু বেশিদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে রাজপ্রাসাদে রাজত্ব করা হয়নি। পুলিশের হাতে ধরা পড়ে এক শ্রীঘরে কাটাচ্ছেন ঐ ব্যক্তি। পুলিশের  হাতে ধরা পড়ার পর এখন তার রাজপ্রাসাদের জীবন নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।-টাইম ডট কম

Post a Comment

Previous Post Next Post