সুলতান মনসুরকে লাঞ্ছিতের চেষ্টা বহিষ্কৃত ছাত্রলীগ নেতার


অনলাইন ডেস্কঃ সিলেটে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও রেজিস্ট্রারি মাঠের প্রথম জনসভার সমন্বয়ক সুলতান মনসুরকে লাঞ্ছিত করার চেষ্টা করেছেন জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ সভাপতি আলী হোসেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপশহর পয়েন্টে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়- রাত সাড়ে ১০টার দিকে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা সুলতাস মনসুর এবং মো. শাহজাহান উপশহর পয়েন্টে এসে পৌছালে সেখানে সুলতান মনসুরকে লাঞ্ছিত করার চেষ্টা করেন বিতর্কিত বহিষ্কৃত ছাত্রনেতা আলী হোসেন। এসময় তিনি সুলতান মনসুরের গায়ে পরিহিত মুজিব কোট খুলে নেওয়ার চেষ্টা করেন। পরে ঘটনাস্থলের পাশে থাকা পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হয়ে সুলতান মনসুর ও শাহজাহানকে সরিয়ে নিয়ে যান এবং পরিস্থিতি শান্ত করেন।

এ ব্যপারে আলী হোসেনের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

তবে ঘটনার পর আলী হোসেন তার ফেসবুক একাউন্টে ঘটনা উল্লেখ করে একটি স্ট্যাটাস দিয়েছেন।

উল্লেখ্য, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আলী হোসেনকে নানা অপকর্মের দায়ে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা রয়েছে। সুত্রঃ সিলেটভিউ

Post a Comment

Previous Post Next Post