নাইজেরিয়ায় সংঘর্ষে নিহত ৫৫


অনলাইন ডেস্কঃ নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন, দেশটির দক্ষিণাঞ্চলে তরুণ খ্রিস্টান ও মুসলিম যুবকদের মধ্যকার সংঘর্ষে চলতি সপ্তাহে ৫৫ জন প্রাণ হারিয়েছেন।

কাদুনা রাজ্যের কাসোয়ান মাগানি অঞ্চলে ওই সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার একটি বাজারে হুসা মুসলিম ও আদারা খিস্টান যুবকদের মধ্যে বিতর্কের জের ধরে ওই সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ে। সেদিন দু'জন প্রাণ হারিয়েছিলেন।

পুলিশের মধ্যস্থতায় সহিংসতা থামিয়ে দেয়া হয়। কিন্তু পরে আদারা যুবকরা সংঘটিত হয়ে হুসা বাসিন্দাদের ওপর আক্রমণ করে এবং ঘরবাড়ি পুড়িয়ে দেয়। সূত্র: চ্যানেল নিউজ এশিয়া

Post a Comment

Previous Post Next Post