পুত্রের বদলে সাতপাকে বাঁধা পড়লেন ৬৫ বছরের বাবা!


অনলাইন ডেস্কঃ বিরল ঘটনার সাক্ষী থাকল ভারতের বিহারের সমস্তিপুর এলাকা। ঘটনা হার মানাবে সিনেমার অতিনাটকীয় চিত্রনাট্যকেও। ৬৫ বছরের বৃদ্ধ নিজের হবু পুত্রবধূকেই বিয়ে করে ফেললেন। যা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।

জানা গেছে, ৬৫ বছরের বৃদ্ধ রোশনলাল নিজের পুত্রের বিয়ের জন্য পাত্রী ঠিক করে ফেলেছিলেন। সেই মেয়েটির নাম স্বপ্না। কিন্তু সেই পুত্রের ভালবাসার সম্পর্ক ছিল অন্য একটি মেয়ের সঙ্গে। ঠিক বিয়ের দিনে নিজের প্রেমিকার সঙ্গে ভেগে যায় সেই পুত্র।

কন্যার বাড়ি থেকে আত্মীয়স্বজন বিয়ের স্থানে উপস্থিত হয়ে জানা যায়, হবু বর ও তার প্রেমিকার কীর্তি। লগ্নভ্রষ্টা পুত্রবধূকে বাঁচাতে শেষমেশ ত্রাতা হয়ে ওঠেন শ্বশুর। তাই বৃদ্ধ রোশনলাল বিয়ে করে ফেলেন তার হবু পুত্রবধূকে।

Post a Comment

Previous Post Next Post