নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে ৪ নভেম্বর


অনলাইন ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী ৪ নভেম্বর (রোববার) ঘোষণা হতে পারে। এ দিন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে বক্তব্য দিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা তফসিল ঘোষণা করবেন বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের (ইসি) একটি সূত্র এই তথ্যটি নিশ্চিত করেছেন।

জানা যায়, ভাষণ দেয়ার জন্য এ-সংক্রান্ত একটি চিঠি বিটিভির কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, সিইসি ৪ নভেম্বরের জাতির উদ্দেশে ভাষণ দেবেন। এ বিষয়ে বিটিভিকে ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে। তার আগে ইসি ভবনে ৩ নভেম্বর এই ভাষণ রেকর্ড করা হবে।

২০১৩ সালের ২৫ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণদানকালে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার রকিব উদ্দীন আহমেদ। সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৪ সালের ৫ জানুয়ারি।

উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারির মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আইনি বাধ্যবাধকতা রয়েছে। - সূত্রঃ জাগো নিউজ

Post a Comment

Previous Post Next Post